লাল শাড়ি ২ গানের লিরিক্স:সোহাগ। এখন তুমি অন্য মানুষ অন্য ঘরে ঠিকানা ভাবতে পারিনা আজো কন্যা
গায়ক এবং সুর: সোহাগ
লিরিক্স: মেহেদী হাসান লিমন
মডেল: শামীম, তিশা
প্রকাশনায়: ব্লু ড্রিম
লাল শাড়ি ২ --সোহাগ: লিরিক্স
এখন তুমি অন্য মানুষ
অন্য ঘরে ঠিকানা,
ভাবতে পারিনা আজো কন্যা
তুমি আমার না ।।
কন্যারে কন্যারে.......
কন্যারে কন্যারে......
চোখে ভাসে আজো
তোমার চন্দ্রমাখা মুখ,
এই জীবনের বিনিময়েও
চাইকো তোমার সুখ ।।
লাল শাড়িতে যেদিন তোমায়
দেখেছি সে দেখা,
সেদিন থেকে বদলে গেছে
আমাদের ভাগ্য রেখা ।।
লাল শাড়িতে যেদিন তোমায়
দেখেছি সে দেখা,
সেদিন থেকে বদলে গেছে
আমাদের ভাগ্য রেখা ।।
চলে যদি যাই কোনদিন
তারার গভীরে,
শেষ দেখাটা দেখতে তুমি
আইসো না আমারে ।।
কন্যারে কন্যারে.....
কন্যারে কন্যারে.....
বাড়ির পাশে দিঘীর পারে
তোমার হাজার স্মৃতি,
সব কিছু মিথ্যা কইরা
করলা আমার ক্ষতি।।
বুঝতা যদি তুমি কোনোদিন
হৃদয় ভাঙার ক্ষত,
দিনে দিনে বাড়ে কেমন
জ্বলে পুড়ে কতো ।।
কন্যারে কন্যারে.....
কন্যারে কন্যারে.....
লাল শাড়িতে যেদিন তোমায়
দেখেছি সে দেখা,
সেদিন থেকেই বদলে গেছে
আমাদের ভাগ্য রেখা ।।
চলে যদি যাই কোনদিন
তারার গভীরে,
শেষ দেখাটা দেখতে তুমি
আইসো না আমারে ।।
কন্যারে কন্যারে.....
কন্যারে কন্যারে.....
Lal Shari 2 --Shohag: Bangla Lyrics
Akhon tumi onno manush
Onno ghore thikana,
Vabte parina ajo konna
Tomi amar na.
Konna re konna re....
Konna re konna re....
Choke vase ajo
Tomar chondro makha mukh,
Ey jiboner binimoy e o
Chayko tomar shuk.
Lal sharite jedin tomay
Dekeci se dekha,
Sydin teke bodle gace
Amader vaggo rekha.
Lal sharite jedin tomay
Dekeci se dekha,
Sydin teke bodle gace
Amader vaggo rekha.
Chole jodi jai konodin
Tarar gobire,
Sesh dekhata dekhte tomi
Aysho na amare.
Konna re konna re....
Konna re konna re....
Barier pase digir pare
Tomar hajar srity,
Sobkiso mittha koyra
Korla amar khoti.
Bujta jodi tomi konodin
Hridoy vangar khoto,
Dene dene bare kemon
Jole pore koto.
Konna re konna re....
Konna re konna re....
Lal sharite jedin tomay
Dekeci se dekha,
Sydin teke bodle gace
Amader vaggo rekha.
Chole jodi jai konodin
Tarar gobire
Sesh dekhata dekhte tomi
Aysho na amare.
Konna re konna re....
Konna re konna re....
'লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়/ আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়’- এমন শ্রোতা খুব কমই রয়েছেন যারা কন্ঠশিল্পী সোহাগ এর বিরহ ঘরানার এই গানটি শোনেননি। বাংলাদেশ এবং ভারতে তুমুল জনপ্রিয় এই গানটি ২০০৫ সালে 'লাল শাড়ি' শিরোনামে প্রকাশ করেন কণ্ঠশিল্পী সোহাগ । তারই ধারাবাহিকতায় দীর্ঘ এক যুগেরও পর প্রকাশ করলেন ‘লাল শাড়ি-২’। এবার পোশাক তৈরির কোম্পানি ব্লু ড্রিম এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গানটি ।
No comments